Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

ক্রমিক নং

সেবার ধরণ

সেবা প্রদানের সময়সীমা

সেবা প্রদানের পদ্ধতি

সেবা প্রদানের স্থান

০১

গ্রামীণ ও পৌর এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ করণ।

প্রতি বছর ১লা জুলাই হইতে ৩০ শে জুন পর্যমত্ম।

১। উপকার ভোগীদের নলকূপ পাওয়ার আবেদন সমূহ যাচাই বাছাই পূর্বক

     স্থান নির্বাচন করণ।

২। চুড়ামত্ম স্থান নির্বাচনের পর সরকার কর্তৃক নির্ধারিত সহায়ক চাঁদা

     উপকার ভোগীদের নিকট হতে গ্রহণ।

নলকূপের ফি নিম্নরূপঃ

    ক) গভীর নলকূপ = ৪,৫০০/-

    খ) রিংওয়েল     =   ২,০০০/-

৩। নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে টেন্ডারের মাধ্যমে ঠিকাদার নির্বাচন

     ও ঠিকাদার কর্তৃক কার্য্য সম্পাদন করণ।

৪। স্থাপিত নলকূপের পানি আর্সেনিক পরীক্ষা করণ।

৫। নতুন নলকূপ স্থাপনের পর  উপকার ভোগীদের নলকূপ রক্ষণাবেক্ষন

     ও মেরামতের প্রশিক্ষণ সম্পাদন।

৬। দপ্তরীয় মেকানিক কর্তৃক অকেজো নলকূপ মেরামত করণ।

১। জনস্বাস্থ্য প্রকৌশল কার্য্যালয়।

২। ইউনিয়ন পরিষদ।

৩। উপকারভোগীদের বসত বাড়ীতে নলকূপ স্থাপনের জন্য নির্ধারিত স্থান।

০২

স্বল্প মূল্যে লেট্টিনের উপকারণ যেমন, রিং স্ল্যাব সরবরাহ করণ।

-ঐ-

অত্র কার্যালয়ের কর্মচারী দ্বারা রিং, স্ল্যাব উৎপাদন ও স্বল্প মূল্যে জনগণের নিকট বিক্রি করণ।


উপকরণ সমূহের মূল্য নিম্নরূপঃ

  ক) রিং প্রতিটি  = ১০০/-

  খ) স্ল্যাব প্রতিটি = ২০০/-

 

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

০৩

উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী ও সকল পরিবার কে স্বাস্থ্য শিক্ষা অর্থাৎ স্যানিটেশন, হাইজিন বিশুদ্ধ পানি ব্যবহার বিষয়ক শিক্ষা প্রদান।

-ঐ-

 

ইউনিসেফ অনুমোদিত (এন,জি,ও)‘‘হীড বাংলাদেশ’’ ও অত্র দপ্তরের কর্মকর্তা/ কর্মচারী বৃন্দ সকল প্রাথমিক বিদ্যালয় ও প্রতিটি বাড়িতে গমন করে স্বাস্থ্য শিক্ষা প্রদান।

সকল প্রাথমিক বিদ্যালয় ও সকল বাড়ী